একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু, সময় হবে কি তোমার ।
একবার শুনে ভুলে যেয় বারবার
ভুলেও কাওকে বলনা আবার ।
মুখে ভালবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে
চলে আসে অনেকে...
এত দিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন, আঁধারে নীলিমায় .
তোমাকে আজ খুজতে চায় ।
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায় ।
ভেবেছি তাই এবার, যাকিছু হবে হবার
হোক তবু করে স্বীকার ।
পরাজয় মেনে নিয়ে, সব কিছু ভুলে গিয়ে
চাইব আমার অধিকার ।
কাপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো
ব্যাথা দেখে নিব আমি এর শেষ ।
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ ।
মন, আঁধারে নীলিমায়
তোমাকে আজ খুজতে চায় ।
জানিনা, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায় ।
প্রতিদিন এগলি অগলিতে ঘুরঘুরি।
কেটে যায় সময় আসে রাত ।
মিঠা বাকা করে চুল বাঁধে প্রেম পরে দেখ
ছেলেটাও পরে, ফুলহাতা শার্ট ।
এই দেখে হাসাহাসি, গানটাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার ।
কখনও বুঝিনি যে দায়টা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার ।
মন, আঁধারে নীলিমায় ।
তোমাকে আজ খুজতে চায় ।
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।
No comments:
Post a Comment